Friday, October 19, 2018

Saturday, June 9, 2018

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে মহিলা এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। কুয়ালালামপুরে শনিবার নিজেদের শেষ ম্যাচে স্বাগতিকদের ৭০ রানে হারিয়েছে সালমা খাতুনরা। রবিবারের ফাইনালে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ভারত।

Friday, June 8, 2018

বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য যে দলটিকে হুমকি মনে করছেন দিবালা

বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য যে দলটিকে হুমকি মনে করছেন দিবালা

বিশ্বকাপ ফুটবল আগামী ১৪ই জুন থেকে মাঠে গড়ালেও আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে ১৬ই জুন আইসল্যান্ডের বিপক্ষে। তবে গ্রুপ পর্ব আর্জেন্টিনার জন্য খুব বেশি কঠিন না হলেও নক আউট পর্ব এবং কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনার জন্য বেশ কঠিন হবে বলে মনে করেন দিবালা।
তার মতে এই স্টেজে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হবে ফ্রান্স। এই ব্যাপারে দিবালা বলেন ,’ ‘যদি আপনি ফাইনালে পৌঁছাতে চান সেরাদের হারিয়েই আপনাকে সামনে আগাতে হবে। ব্রাজিল, জার্মানি, স্পেন ও ফ্রান্সের মত দলরা অনেক বছর ধরেই তাদের সেরাটা দিয়ে সেরাদের অবস্থানে আছে।’
দিবালা আরো বলেন ,’ ‘তাদের (ফ্রান্স) অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে দারুণ একটি দল আছে। আর ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও তাদের ভাল সম্ভাবনা আছে। আর সামনের দিকে যেতে চাইলে, তাদের এড়িয়ে চলাটাই উত্তম বলে আমি মনে করি।’
ব্যালন ডি অর জিতেছেন, কিন্তু বিশ্বকাপ জিততে পারেনি এমন সেরা পাঁচ তারকা

ব্যালন ডি অর জিতেছেন, কিন্তু বিশ্বকাপ জিততে পারেনি এমন সেরা পাঁচ তারকা

বিশ্বকাপ হলো দলীয় সকল শিরোপার সর্বোচ্চ শিরোপা। প্রতিটা খেলোয়ারেরই স্বপ্ন থাকে দেশের হয়ে বিশ্বকাপ জয় করার। আবার ব্যাক্তিগত সকল শিরোপার মধ্যে সবচেয়ে বড় শিরোপা হল ব্যালন ডি অর। প্রতিটা খেলোয়ারেই স্বপ্ন থাকে সেরা খেলোয়ার হওয়ার। আর সেরা খেলোয়ারেই মানদন্ড হলো এই ব্যালন ডি অর।
তবে কোন একটি নয়, প্রতিটা ফুটবলারেরই স্বপ্ন থাকে দুটি শিরোপাই জয় করার। কিন্তু ক জনের ভাগ্যে তা জুটে। অনেকেই বিশ্বকাপ জিতেছেন কিন্তু ব্যালন ডি অর জিতেনি। এমন ভুরি ভুরি খেলোয়ার আছে। তবে ব্যালন ডি অর জিতেছেন কিন্তু ফিফা বিশ্ব্কাপ জিতেনি এমন খেলোয়ারের সংখ্যা খুব বেশি নেই। কারন, ব্যালন ডি অর শিরোপা জিততে হলেও অনেক বেশি প্রতিদ্বন্দ্বীতা প্রয়োজন ব্যক্তিগত নৈপুন্যে। চলুন দেখে আসি এমন ৫ জন বিখ্যাত তারকা তারা ব্যালন ডি অর জিতলেও জিতেনি বিশ্বকাপ।
১. লেভ ইয়াসিন: একমাত্র গোলকিপার হিসেবে জিতেছিলেন ব্যালন ডি অর।
২. আলফ্রেডো ডি স্টিফানো: ইতিহাসের অন্যতম সেরা তারকা স্টিফানো ব্যালন ডি অর জিতেছেন, কিন্তু বিশ্বকাপ জিতেনি।
৩. মার্কো ব্যান বাস্টান: এক রকম অপ্রতিরোধ্য ছিল এই ডাচ তারকা।
ক্লাব কিংবা জাতীয় দল সব কিছুতেই ছিলেন দুর্দান্ত। কিন্তু এসব তাকে বিশ্বকাপ এনে দিতে পারেনি।
৪. ক্রিশ্চিয়ানো রোনালদো: রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা খেলোয়ার রোনালদো। গোলের পর গোল করেই যাচ্ছেন। ৫টি ব্যালন ডি অর জিতেছেন। ইউরো শিরোপা জিতেছেন। কিন্তু বিশ্বকাপ ছুয়ে দেখা হয়নি এই তারকার।
৫. লিওনেল মেসি: রোনালদোর মতই ভাগ্য মেসির। জিতেছেন ৫টি ব্যালন ডি অর। তবে জিতা হয়নি জাতীয় দলের হয়ে কোন শিরোপা।

Thursday, June 7, 2018

৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ আজ

৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ আজ


স্বাধীনতার ৪৭ বছরের ইতিহাসে আজ বৃহস্পতিবার দেশের সবচেয়ে বড় ও ৪৭তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী হিসেবে মুহিতের টানা দশম বাজেট এটি। এ ছাড়া এ বাজেটের মাধ্যমে তিনি বিএনপি সরকারের প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১২ বাজেট পেশের রেকর্ড স্পর্শ করবেন।
২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ হচ্ছে আজ। ৮৫ বছর বয়সী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত টানা ১০ম আর ব্যক্তিগত ১২তম বাজেট এটি। ৪ লাখ ৬৮ হাজার ২শ’ কোটি টাকার ব্যয় পরিকল্পনা নিয়ে দুপুর সাড়ে বারোটায় বাজেট উত্থাপন শুরু করবেন আবুল মাল আবদুল মুহিত।
গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট বক্তৃতা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।
বাজেটে রাজস্ব আয়ের সম্ভাব্য আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে আদায় করতে হবে ২ লাখ ৯৬ হাজার কোটি টাকা, ভ্যাট থেকে ১ লাখ ১০ হাজার কোটি, আয়কর থেকে ১ লাখ ২০০ কোটি আর শুল্ক থেকে আয় হতে পারে সাড়ে ৮৫ হাজার কোটি টাকা।
আগামী অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচী চূড়ান্ত হয়েছে ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকা। বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫.৫%, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৭.৮%।
সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে ১০ লাখ। মাতৃত্বকালীন এবং দুগ্ধদানকারী গরীব কর্মজীবি মায়েদের ভাতা ৩০০ টাকা করে বাড়ানো হয়েছে।